শরতের শুভ্র কাশফুল আর ঢাকের ধ্বনি যেন দেবী দুর্গার আগমনীবার্তা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রতি বছর দেবী দুর্গার আগমন মানেই নতুন বার্তা । শক্তির দেবী দুর্গা। সকল অমজ্ঞলকে দূর করে মজ্ঞলের জন্য দেবীকে আহবান করা হয় মর্তলোকে। আর মাত্র কয়দিন বাকি। তাই দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মৃৎশিল্পীরা তবে এবারে মহামারী করনা ভাইরাসের কারনে জিনিস পত্রের দাম বেশী হওয়ায় ও প্রতিমায় লাভ কম হওয়ায় অসন্তÍষ্ট প্রকাশ করেছেন তারা । কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলমের ডেস্ক রির্পোটে। কড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলায় ৬৪ টি পুজা মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গোৎসব । এ উৎসব উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা। এখন চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। কাজের চাপে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রতিমা তৈরিতে সহযোগিতা করছেন। আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়ে ২৬ অক্টোবর বিজয়া দশমী হবে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুগোউৎসবের আনুষ্ঠানিকতা।
মন্তব্য করুন