মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক মো. আতাউল গণি ওসমানী স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সনদ পত্র, রয়েছে মুক্তিযোদ্ধা হিসাবে গেজেট নটিফিকেশন তার পরেও ভাগ্যে জোটেনি মুক্তি যোদ্ধা হিসাবে প্রাপ্য ভাতা বা কোনো অনুদান। ফলে বৃদ্ধ বয়সে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে জীবন বাজি রেখে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়া বীর সেনানী মো. শওকত আলীকে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাটের আশিদ্রোন গ্রামের শওকত আলী ৭১ এর রণাঙ্গনে ৫ নম্বর সেক্টরের অধীনে একজন সক্রীয় মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন। অথচ বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরেও কোনো লাভ হয়নি তার। এখন পর্যন্ত একজন মুক্তিযোদ্ধা হিসাবে পাননি কোনোধরনের আর্থিক অনুদান ও সহযোগিতা। তাই বৃদ্ধ বয়সে তাকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে। নিউজবিডির রিপোর্টার মামুনুর রহমান খানের সাথে একান্ত আলাপে এসব কথা জানান তিনি।
মন্তব্য করুন