রংপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরোধিতা করায় আলোচিত-সমালোচিত মাওলানা মামুনুল হককে রংপুরে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব চত্ত্বরের সামনে রংপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা মামুনুল হক সহ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধর্মীয় অপ-ব্যাখ্যাকারীদের কড়া হুঁশিয়ারি দেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাভেদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তমূলক ফতোয়া ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন। সেই সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে রংপুরের মাটিতে অবাঞ্চিত ঘোষণা এবং প্রতিহত করার ঘোষণাও দেন বক্তারা।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মাওলানা মামুনুল হক বিভ্রান্তি ও ষড়যন্ত্রের হোতা। তাকে রংপুরে প্রবেশ করতে দেওয়া হবে না। রংপুরের মাটিতে মামুনুল হককে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সারা দেশে স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জুয়েল আহম্মেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামসাদ হোসেন মার্শাল, মাশরুফ আহমেদ শিমুল, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভ, আব্দুর রশিদ জীবন, দীনবন্ধু সরকার, সিরাজুল ইসলাম রবিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, মেহেদী হাসান, আনোয়ার জান্নাত প্রমুখ ।
গত ১৩ নভেম্বর ঢাকার গেণ্ডারিয়ার ধূপখোলার মাঠে ‘তৌহিদী জনতা ঐক্যপরিষদের’ ব্যানারে এক সমাবেশ থেকে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করা হয়। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে এক কনফারেন্সে মাওলানা মামুনুল হকও প্রকাশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন।
এছাড়াও হাটহাজারীতে গত শুক্রবার এক মাহফিলে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল মামুনুলের। কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ তাকে প্রতিহত করার ঘোষণা দিলে তাকে ছাড়াই মাহফিল হয়। ওই মাহফিলে হেফাজতে ইসলামের নবনির্বাচিত আমীর জুনাইদ বাবুনগরীও ভাস্কর্য বসালে তা টেনে হিঁচড়ে ফেলে দেওয়ার হুমকি দেন।
মন্তব্য করুন