নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৭১ দিন কারাভোগের পর অবশেষে মহামান্য হাইকোর্টের নির্দেশে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন ভোলা রিপোর্টার্স ইউনিটি কার্র্জ নির্বাহি সদস্য্ সিনিয়র সাংবাদিক ও ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক রাসেল খান।
গত রবিবার মুক্তির পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ভোলা জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন শাহরিয়ার, সাধারণ সম্পাদক আব্দুস শহীদ তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা টাইমসের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলি জিন্নাহ রাজীব, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনসহ সাংবাদিকবৃন্দ। এছাড়াও অন্যান্য সাংবাদিকসহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেছ্ছা অভিনন্দন জানান।
মুক্তি পেয়ে রাসেল খান জানান হাজারও ষড়যন্ত্র তাকে সত্য প্রকাশ থেকে নিবৃত করতে পারবেনা। এসময় তিনি তার বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রমুলক মিথ্য্া মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে রাসেলখানের মুক্তিতে একটি মোটরসাইকেল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়ে অবস্থিত ভোলা টাইম্স কার্যালয়ে এসে শেষ হয়।
মন্তব্য করুন