বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। এই নায়ক নিজেই এক টুইট করে নিজের অসুস্থতার খবর প্রকাশ করেন। সংক্রমণ হওয়ার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন তিনি।
করোনায় আক্রান্ত হলেও তার কোনও উপসর্গ নেই। তা সত্ত্বেও কোভিডে আক্রান্ত হওয়ার পর নিজেকে বাড়ির অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন বলেও জানান এই তেলেগু মেগাস্টার।
পাশাপাশি গত ৫ দিন ধরে যারা তার সঙ্গে দেখা করেছেন, তারা যাতে প্রত্যেকে সাবধানে থাকেন, সেই আবেদনও করেছেন চিরঞ্জীবী।
সম্প্রতি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন চিরঞ্জীবী। ওই সময় চিরঞ্জীবীর সঙ্গে ছিলেন নাগার্জুনাও। সিনেমা হল খোলার বিষয়ে আলোচনার জন্যই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী চিরঞ্জীবী।
মন্তব্য করুন